মালদা

ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় মালদা ষ্টেশনের লোকোসেডে ট্রেন দুর্ঘটনার মক টেস্ট

হঠাৎ করে যে কোন সময়ে ঘটতে পারে ট্রেন দুর্ঘটনা। আর এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় কতটা তৈরি মালদা ডিভিশনের কর্মীরা। তা দেখতে শুক্রবার এক মক টেস্টের আয়োজন করে রেল দপ্তর। সেই মতো এদিন মালদা টাউন ষ্টেশন লাগুয়া লোকোসেড এলাকায় এমনই রেল দুর্ঘটনার এক বাস্তব পরিস্থিতি তৈরি করা হয়। এদিনের এই মক টেস্টে প্রায় ৪০০ জন রেল কর্মী অংশ গ্রহণ করে। এদিন একটি রেল কামরার উপর আর এক রেল কামরা উঠিয়ে তাতে যাত্রীদের ড্যামি সাজিয়ে দুর্ঘটনাকে বাস্তবের রূপ দেওয়া হয়। এদিনের এই মক টেস্ট দেখতে হাজির হন মালদা ডিভিশনের ডি.আর.এম তনু চন্দ্রা। এছাড়াও হাজির ছিলেন মালদা ডিভিশনের উচ্চ পদস্থ রেল কর্ম কর্তারা। এদিনের এই মক টেস্টে আহত যাত্রীদের কি ভাবে উদ্ধার করা যায়, সেই সঙ্গে তাদের শশ্রুসা থেকে মৃত যাত্রীদের দেহ উদ্ধার করা যাবতীয় কিছুর প্রশিক্ষণ দেওয়া হয়।

এদিকে এদিনের এই মক টেস্ট সম্পর্কে বলতে গিয়ে মালদা ডিভিশনের ডি.আর.এম তনু চন্দ্রা বলেন, এদিনের এই মক টেস্টে রেলের দুর্ঘটনায় কর্মীরা কতটা সামর্থ্য তা দেখা হচ্ছে। সেই সঙ্গে কোন কোন জিনিষ এমন দুর্ঘটনায় কাজ লাগে তা কর্মীদের বোঝান হচ্ছে। আর তাই দুর্ঘটনার এমনই বাস্তবতা তুলে ধরে এদিনের এই মক টেস্ট বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/Gt3rRNZr6yU